সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

বড়ো অভিমান হয়

ম্পর্কের কৌণিক রেখা
ভালোবাসাহীন অন্ধকারে হারিয়ে যায়
জেগে থাকে শুধু দুটি হাত
মাধুকরী করে তারা।


অস্পষ্ট অন্ধকারে জাগে দুটি করতল
আর জাগে বাসনা - বিলাস
অহংকারী গ্রীবা তুলে
হৃদয়ে জাগে হিংসা ।

মুখে  অনর্গল মিথ্যা মিষ্টতা
সর্বনাশা আয়লা ডেকে আনে
লুটেপুটে নেয় সব
চুরমার করে সম্পর্ক-বুনিয়াদ।

জলেতে শ্যাওলা ভাসে
মুখের মখোশ ভাসে চরাচরে
চিনে নিতে কাল কাটে শুধু
চিনে গেলে ঘৃণা হয়, অভিমান হয়।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...