বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬

স্বপ্নে দেখা

স্বপ্নে আজ এসেছিলে আমার বিছানায়
রাতের তারা জ্যোৎস্না ভরা 
অবাক চোখে চায়,

চেনা ছোঁয়ায় সেই চেনা সুখ ,শরীর জুড়ে ঢেউ
চাঁপার গন্ধে ভুুলিয়ে দিল
বিষাদভুবন কেউ,

লজ্জ্বাবতী লতার মত ক্লান্ত দুচোখ বোঁজা
কোথায় গেল রূপকথারা
শেষ হলনা খোঁজা।

আবেশ ভরে দুই হাতেতে,জড়িয়ে নিয়ে হাত
সোনার ঘুমে ভরিয়ে দিলে
আমার গভীর রাত,

স্বপ্নে আমায় দেখা দিলে আমার বিছানায়
আমার দিবস আমার রাত্রি
স্বপ্নে পাওয়া যায়।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...