মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

এই বয়স


ব্যস্ত ও চলমান
সময় ও তুমি
কখনও টুপীতে পালক গুঁজে দাও
কখনও গভীর ও ভারাক্রান্ত হয়ে
গুনে নাও দণ্ড আর পল।

এক ছটফটে রোদ্দুরে
ঢিমে তালে  সময় কাটে
এক  ধীর গতি দুপুর
গড়িয়ে ক্লান্ত হয়।

বিষণ্ণ বয়স যাদু জানে
বসে বসে ফুরিয়ে যাবার।  



শনিবার, ১৭ মার্চ, ২০১৮

অমৃত

           সন্ধ্যে বেলায় গনগনে আঁচে 
           সেঁকা হচ্ছে রুটি 
           পাশে গোল বৃত্ত এঁকেছে 
           অনন্ত ক্ষিধেরা 
           উপোসী শরীরের চোখে 
           আলো জ্বলছে 
           ইচ্ছেরা এখন জিভে 
           অমৃত পরিবেশনের অপেক্ষায় ।

শনিবার, ৩ মার্চ, ২০১৮

শ্রমদিবস


রিমঝিম বৃষ্টিতে ভেসে যাচ্ছে
একটা দিন
আঃ কি সুখ !
বেণুবনের মর্মরে
শুকনো পাতার ঢেউয়ে
সরীসৃপের ত্বরিত গতি
শিহরণ তুলল আপাদমস্তকে।

আর ঠিক  তখনই দুচোখ জুড়ে ঘুম  নেমে এল
শিথিল  দেহে কমনীয়তা এল
আকাশজুড়ে গুমরানো কালো মেঘ থেকে
চুঁয়ে পড়ল ঝিরঝিরে সুখ
ভাসিয়ে দিল 
আরও একটা শ্রমদিবস ।

আচ্ছে দিন





                            পি এফ এর সুদের মতো 
                            সংকুচিত হয়ে যাচ্ছে রাস্তা 
                            ফুটপাথ জুড়ে শুধু 
                            পশরা আর কুকুর
                            আজকাল ফুচকারও দাম বেড়েছে
                            আনমনে হেঁটে চলা থলেতে
                            কিছু জ্যোতি আলু খেলা করে ।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...