সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

অগস্ত্যযাত্রা

সেদিন সন্ধ্যেবেলা দরজায় হাত রেখে
তুমি বলেছিলে যাই
এখনও দরজায় তোমার আঙ্গুল লেগে আছে
হ্যাঙ্গার দোলাচ্ছে আকাশী বুশ শার্ট
আলমারির কাঁচের পাল্লায়
উঁকি দিচ্ছে সিরাপের শিশি আর ইনহেলার
তোমার প্রিয় ঘিয়ে সোয়টার
কালই রোদে দিয়েছিলাম  
 সেদিন সকাল থেকে রাত, রাত থেকে আবার সকাল এল
 কিন্তু তুমি ফিরে এলেনা

  আচ্ছা, তুমি কি জানতে 
 তোমায়  যেতেই  হবে অগস্ত্যযাত্রায় ?

বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

ঋণ


সম্বৃদ্ধ হলে ঋণ নিয়ে
তাই নাচঘরে আবার ঝাড়বাতি
 আরামকেদারায়  সুসময়
ঘুঙুরের ছমছম সুর বাতাসে  
আকাশ জুড়ে  নিরাভরন রাত নামে
 উৎসবের আয়োজন করে
এসব দৃশ্যকল্পে  বিভোর হয়ে
 সুগন্ধি শব্দে সাজাও নতুন নাচঘর
 শুধু  ভুলে যাও ঋণমুল্য চোকাতে 

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...