মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

তুমি

আকাশের নীল ফুরিয়ে এলে 
মনে হয় ফেরার সময় হল
অথচ এই অবেলায়
তুমি সেজে উঠছো মৃদু প্রসাধনে
কপালের লাল সংকেত 
পদ্মরাগ মণি হয়ে ফুটে আছে
লাস‍্যময়ী  রহস‍্য জালে
জড়িয়ে ধরছো পুরুষ ঊর্ননাভকে
সে বরবাদ হতে চায়

এই  মরণযজ্ঞে 
প্রতারণা একমাত্র লেলিহান শিখা
যা ঘিরে আছে ভালোবাসা হয়ে
আর তুমি তো নিমিত্ত মাত্র।

রবিবার, ১৭ জুলাই, ২০২২

পরিবেশন

কুচোনো আনাজের মত জড়ো করেছি
তোমার বলা না বলা  সংলাপ
অতিরিক্ত ভালোবাসা তুলে রেখেছি মিটসেফে
হৃদয় দ্রব করা সব আবেগ
কাঁচের জগে ভরেছি সযত্নে 
খাবার তৈরীর সময় একটু একটু করে মেশাবো
হালকা নোনতা গরম জল
খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়
বাড়তি ঘটনা সংরক্ষিত রাখব এয়ারটাইট স্টোরেজ বক্সে
পরিবর্তিত পরিস্থিতিতে পরিবেশন করা হবে ওগুলো

যত্নে বানানো এসব রান্নার
পরিবেশন
সবসময়েই  খুব   হৃদয়গ্রাহী হয়।

বুধবার, ১৩ জুলাই, ২০২২

বাগান

 

প্রতিটা  বাগান খোঁজে ফুল ও ভ্রমর

তবুও সময় চলে গেলে, সকল শব্দই নিরুত্তর

নিঃসঙ্গ হয় চরাচর

 

বেলাশেষে ভাঙ্গা গানে  তরী ডোবে নদীটির বুকে

শুধু একটা প্রশ্ন জেগে থাকে

তুমি কি দিয়েছ আমাকে ?

 

কিছুই দেয়না কে্‌উ ,দুই হাত নিতে শুধু জানে

হৃদয়কে ভালোবেসে  বাগানের ফুল বোঝে

আনন্দ গ্রহণে না, দানে

 

 দিইনি কিছুই তবু, কেন মনে হয়  ?

ভালোবাসা হেরে গেছে------

এখন বাগান জুড়ে হেমন্ত সময়।

 

 

                 ছুটি

 

 আমন্ত্রণ জানালো যে আকাশ

তার প্রতি কৃতজ্ঞতা

পেয়েছে  একটু ছুটি    বন্দী  জীবন

ঘর ছেড়ে  একা হতে ইচ্ছা  হয়

পরীর মতন উড়ে যাই

নয়ত ফুলের মতন ফুটে থাকি  কোন অজানা বাগানে

 একটা ছোট্ট  পাখি  দূর আকাশে ভেসে যাব

আর ফিরবনা কোনদিন

আমার প্রাত্যহিক ভুল গুলো ভুলে যেও

পুরনো চিঠির মত হারিয়ে ফেলো সব

 

 আমি না থাকলেও আর সবই থাকবে

 দেখো সব নিজ নিয়মে ঘটবে প্রতিদিন

যেমন ঘটত আমি থাকতে তেমনি আমি না থাকলেও।

 

 

যোজনগন্ধা

এইখানে এই আকাশের তলে
রৌদ্রময়   যমুনার জল 
প্রতিদিনকার খেয়া পারাপার
সব কিছু থেমে গেছে
এ দুটি মৃণালভুজ আর বাইছে না দাঁড়

বাতাসে ভাসে ডিঙিখানি একা
দূরে দূরে আছে কিছু লোক
তারি মাঝে বুকে নিয়ে যৌবনভার       
আমি  সত‍্যবতী পদ্মপলাশ দুটি  চোখ 

সেদিন ডিঙার যাত্রী ঋষি পরাশর
 কামার্ত দুটি চোখ তৃষ্ণার্ত স্বর
"কামনা করেছি কন‍্যা তোমার  অন্তর"
আকস্মিক সম্ভাষনে কাঁপি থরথর

জলদগম্ভীর স্বর বুকে এসে বাজে
কোথায় লুকাবো আমি তা বুঝিনা যে

 সামান‍্য ধীবর কন‍্যা আমি
তার সাথে ঋষিবর একি পরিহাস!
কুমারীত্ব বিসর্জন হবে যমুনার বুকে
রৌদ্রস্নাত দিনে এই উজ্বল আলোকে
অভয় দিলেন ঋষি সম্ভোগের পরে
মুল‍্যবান কুমারীত্ব পাব আমি ফিরে
দিবস আঁধার হবে লজ্জা যাবে ঢাকা 
হবে মৎসগন্ধ পরিবর্তে পদ্মগন্ধ মাখা

রবিবার, ১০ জুলাই, ২০২২

মধ‍্যরাতে বুদবুদ

দুদ্দাড় পেটাতে পেটাতে
হাটকে বেরিয়ে এল লালচে অভিযোগ
চোখ আর ত্রিভুজের কৌণিক অলিন্দ ভেসে নদী তার তীর বরাবর
মাউস চালাতে চালাতে রোদ শেষ
আঙ্গুলের গাঁটে ফুটে চুমু
তারপর এক ঘর ক্ষমা হল
এক জানলা আকাশ 
দেওয়াল সময়ে হাত গুলো লাফালাফি করে অনেক রাত
কথার ভাঁজে গুঁজে দিতে
আর কোন বেড়াল নেই
আর কোন হাপিত‍্যেশ নেই
শুধু অন্ধকারে বুড়বুড়ি কাটছে
আলস‍্য জড়নো ঘুম ঘুম অকবিতা।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...