বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

উপেক্ষা

এখন শুধু উপেক্ষা
কোন কান্না না  হাসিও না
কোন ভালোবাসা বাসি না
দায় না দায়িত্ব না
প্রয়োজন না অনুযোগও না
অভিমান  ভরা অভিযোগও না
অসূয়া মেশানো অভিশাপও না

কত নির্মোহ রাত পেরিয়ে এসে
এক  আকাশ শূণ‍্যতা নিয়ে
এখন আমার হাতে আছে 
শুধুই উপেক্ষা।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...