রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

আরো একটা জন্ম

প্রতিটা দিনই এক নতুন জন্ম
মায়াবী চাঁদের রাত শেষ হলে
একটা অলৌকিক ভোর হয়
আবছা কালি মোছে সোনালী আকাশ 
স্নিগ্ধ হাওয়া সুপ্তোথিতা পৃথিবীতে
শীতল পুণ‍্যশ্লোক 
সেই মুহূর্তে আর কোন শব্দ নেই
আর কোন রঙ নেই
শুধু শান্তি  শুধু নীরবতা
শুধু নিজেকে নিজের সাথে মিশিয়ে দেওয়া 
আকাশ তখন এক মহাসমুদ্র
সেই সমুদ্রে জন্ম নেয় তরঙ্গ
আমাকে  জাগায় আরো একটা জন্মের জন‍্য।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...