বুধবার, ২৮ জুন, ২০১৭

পাখি

এক বৃষ্টিস্নাত সকালে
হৃত্পিণ্ড থেকে উড়ে গেলো
এতদিন পোষা ছিল পাঁজরে
হাপুস নয়নে হাসছি
রক্তে যন্ত্রণার ধারাপাত
গলার দলা পাকাচ্ছে ব্যথাজল
বুক শূন্য খাঁচা
পাঁজর ছেড়ে উড়ে গেল আজ পাখিটা
আর ও বড় হবে বলে ।

শুক্রবার, ২ জুন, ২০১৭

বর্ষা নামার গান

ঠোঁট পুড়ছে
চোখ পুড়ছে
সকাল পুড়ছে আজ
বন্ধ দরজা
জলদি ঘর যা
করব না কোন কাজ
বাঁচার জন্য
রাঁধছি অন্ন
জীবন ধন্য সব্বার
পরান ধুক পুক
মনেতে নাই সুখ
এবার বর্ষা দরকার ।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...