শনিবার, ৬ আগস্ট, ২০২২

অন‍্য খান্ডবদাহন

আর একটা খাণ্ডবদাহন
অযাচিতভাবে অতর্কিতে ,
দগ্ধে ছারখার বন, বনস্পতি ,
এক উদর সহবাসীরা ছত্রখান ।
লেলিহান শিখায়
ঈর্ষার চকমকি ,
সবুজ চোখের নীল নিঃশ্বাস 
সন্তর্পণে সাঙ্গ করল স্মৃতি।
কোন রোগের উপশম করতে
এই অবাঞ্ছিত খাণ্ডবদাহন ?


বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

আকাশের পথে

আকাশ গন্তব্যে
উল্কাপাতের কাহিনী,
এক ফুঁয়ে আরোহন
জনপদ ছেড়ে।

রূপালী ডানার উড়ান
মেঘ বরাবর।
আলগোছে রোদে,
পড়ে থাকে স্বজন ,জীবন।

উড়ান আবহে ভাসে 
শীতাতপ মাপা হিমেল সুগন্ধ
মুঠোয় নিস্তব্ধ মোবাইল।

 ল্যাপটপ জাগে
অনামিকা বিভঙ্গে,কফির চুমুকে,
চোখের পাতায়।

উড়ানের শেষে
পরিযায়ী পাখী পথ খুঁজে
নেমে  আসে টুপ করে
আমার আকাশ থেকে
তোমার শহরে।

সোমবার, ১ আগস্ট, ২০২২

আঁচ

অলস দুপুরে  না কি রোদ সোজা হয়
অনেক তীব্র ও জোরালো
পুড়িয়ে ঝলসে দেয় কখনও কখনও 
দেহ ও নিঃশ্বাসের
প্রাত্যহিক জীবন যাপনেও
মাঝে মাঝে রোদ্দুর কর্কশ  
তবুও বাতাস ভাসে চন্দনের বনে

কি করে ভুলি 
এই ভালোলাগা শীতে
প্রথম রোদ্দুরের আঁচ দিয়েছিলে তুমিই।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...