বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

প্রতীক্ষা

                                                                                                 

        শীত চলে গেলো
      এবারেও  আমার যাওয়া হলনা
      আবারও বসন্ত আসছে অনেক স্মৃতি নিয়ে
      আমার খাবার পরিবেশনের মুহূর্তে
       তোমার উদাত্ত গলায় কোন এক গাঁয়ের বঁধু
       কান ভাসাচ্ছে
       পৃথিবী জুড়ে নেমে আসছে বসন্তসকাল
       শুধু আমাদের দীর্ঘ বসবাসে এখন রোদ ঢোকেনা
      বারান্দা বাগান শুকিয়ে গেছে
      নির্বাক তুমি আছ শুধু  দেওয়াল জুড়ে
      সত্যি করে বলনা
      আমি তোমার কাছে কবে যাব?  
   
       

বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

মনখারাপ

মুছে ফেলছি ইরেজারে  আবছা হওয়া দুঃখছবি
আড়াল হচ্ছে এতদিনের ফ্রেমেবন্দি গল্প সবই
মুছে দিলাম দুই বিনুনি মনকেমনের  বিকেলবেলা
কাঠবেড়ালি প্রজাপতি জুতোর বাক্সে পুতুল খেলা
হারিয়ে গেল ঝাঁপিয়ে পড়া পুকুরজলের দুপুরগুলো
মিলিয়ে গেলো আস্তে করে উসকো চুল আর একপা ধুলো
 আর হবেনা চড়ুইভাতি যখন তখন ইচ্ছেমত
বুকের ভেতর কষ্ট জমে এসব কথা ভাবছি যত
এখন আমি চশমাপরা আমার এখন মনখারাপই
আমি এখন দাঁড়িপাল্লায় আমার ব্যস্ত সময় মাপি


শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

কৃতজ্ঞ

যে আমাকে ডেকেছিল
 যে আমাকে নিয়ে এসেছে
কৃতজ্ঞতা তার জন্য
যে আমাকে রাখলো 
যে আমাকে থাকতে দিল
কৃতজ্ঞতা তার জন্যও
যে আমাকে নিয়ে যাবে
 সেই মৃত্যুর প্রতিওআমি কৃতজ্ঞ থাকব

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...