বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

পামুক এবং তক্তপোশ

ওরহান পামুক অথবা তক্তপোশ
দুটোই তোমার খুব প্রিয়
এবিষয়ে কোনই সন্দেহ নেই
তুমি ভালবাস এদের
তাই তর্জনী ছুঁইয়ে
রাত নামাও যখন ঘরে
তখন তক্তপোশ তোমায় সবপ্ন দেখায়
হারানো সবপ্ন খুঁজে দেয় তোমাকে
রাত শেষে রোদ ওঠে
যেন ইলিসের পিঠ
দিন জাগে তুমি ব্যস্ত হও
আর দিন শেষে তুমি ডোব
ওরহান পামুকে ।

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

আশীর্বাদ


তুমি চুপ করে থাক
আমি সেতার বাজাই
জ্যোৎস্নার মত ছুঁই চড়াই উতরাই
সম্বৎসর কাল এই সেতার বাদন
এই যে জমিন জরিপ
এই যে কাস্তে চাঁদের রাত
এই যে সেতারের বাজনা
 হয়ত এসবের জন্যই
স্বর্গের বাগানে
খসে পড়ে দুটি ফুল
 ঈশ্বরের আশীর্বাদের মত ।



শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

জন্ম --মৃত্যুj

জন্ম নিলাম খেলতে খেলতে
এই যে জন্মালাম এর সম্পূরক কি
মৃত্যুই তো
তাই মৃত্যুর দিকেই যেতে চাই
সারাজীবন ধরে মৃত্যুর দিকেই হামাগুড়ি
আঁধার গলিপথে না দেখা গন্তব্যে
জন্মের আরও আগে ফেরা যাবেনা
সেখানে মৃত্যুর পাহারা
চৌকিদারের মত
জীবন কে রক্ষা করে মৃত্যুই
পথশ্রমে ক্লান্ত সময়
আবার নতুন করে জাগে
মৃত্যুর কোলে বসে।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...