শনিবার, ৬ মে, ২০১৭

প্রতারক

ছুঁয়ে ছুঁয়ে দেখেছি তোমাকে
আর বিশ্বাস করেছি অতিরিক্ত
নপুংসক  দেওয়ালের মত সভ্যতা
আমি তারপাশে শুয়ে থেকেছি
স্থবির ইচ্ছা কুঁচকিয়ে ভদ্র সেজেছে

গরম বাগানে অবহেলিত ঘাসের জমি
অথবা খুব প্রয়োজনীয় রোদ
সবকিছুই তোমার অনায়াস পাওয়া

মেঠো নিরাসক্ত চলন
আর নিপুণ অভিনয়ে                                                                                 
বুঝতেই দাওনি
তুমি আসলে একজন প্রতারক।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...