রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মায়ের ছুটি



ছোট থেকেই দেখছি মা গো
নেই তো তোমার ছুটি
শীত গ্রীষ্ম  সকাল বিকাল
কাজ যায় ঠিক  জুটি


মুখের কোনে চিলতে হাসি
লেগেই আছে যেন
কাজ করতেও  এত খুশী
দেখিনি কক্ষনো

পড়তে পড়তে হাঁফাই আমি
তোমার ক্লান্তি  নেই
একটু করে হচ্ছি বড়
তুমি মা ঠিক  সেই

বিপদ থেকে আগলে রাখো
ভয় ভাবনা দূরে
তোমার ছোঁয়া মাথার ওপর
ঘুমপাড়ানীর  সুরে

সূয‍্যি মামা ওঠার আগেই 
তুমি ওঠো রোজ
এসব পারো কেমন করে
রাখিনি তার খোঁজ 

আজকে দেখ ভোর হয়েছে
সূর্য গেছে উঠি
তবুও  তোমার চোখটি বোঁজা
মাগো, আজ নিলে কি ছুটি?

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

বোধ



 কৌশলী বাঁচতে 
কন্দরে গচ্ছিত রাখি পরমায়ু
প্রাণায়ামে নেমে আসি পৃথিবীতে 
কান্না খাই অনায়াসে
হাসির কিংখাবে জড়াই 
দুঃখ অপমান অবমাননা মোছাই অজুহাতে 
জানি প্রতারণা  এক শূন‍্যতা আনে
তবু জাগি, নতুন মায়াশরীর ঘেরে 
করুণা ও ক্ষমায়
ম‍ৃতপ্রায় হয়েও আমি খুঁজি জন্মকোলাহল
এভাবেই বাঁচা শিখি

  যে শেখালো এইসব
সেই শিখিয়েছে,না কে না বলতে।

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

উপেক্ষা

এখন শুধু উপেক্ষা
কোন কান্না না  হাসিও না
কোন ভালোবাসা বাসি না
দায় না দায়িত্ব না
প্রয়োজন না অনুযোগও না
অভিমান  ভরা অভিযোগও না
অসূয়া মেশানো অভিশাপও না

কত নির্মোহ রাত পেরিয়ে এসে
এক  আকাশ শূণ‍্যতা নিয়ে
এখন আমার হাতে আছে 
শুধুই উপেক্ষা।

রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

আরো একটা জন্ম

প্রতিটা দিনই এক নতুন জন্ম
মায়াবী চাঁদের রাত শেষ হলে
একটা অলৌকিক ভোর হয়
আবছা কালি মোছে সোনালী আকাশ 
স্নিগ্ধ হাওয়া সুপ্তোথিতা পৃথিবীতে
শীতল পুণ‍্যশ্লোক 
সেই মুহূর্তে আর কোন শব্দ নেই
আর কোন রঙ নেই
শুধু শান্তি  শুধু নীরবতা
শুধু নিজেকে নিজের সাথে মিশিয়ে দেওয়া 
আকাশ তখন এক মহাসমুদ্র
সেই সমুদ্রে জন্ম নেয় তরঙ্গ
আমাকে  জাগায় আরো একটা জন্মের জন‍্য।

শনিবার, ৬ আগস্ট, ২০২২

অন‍্য খান্ডবদাহন

আর একটা খাণ্ডবদাহন
অযাচিতভাবে অতর্কিতে ,
দগ্ধে ছারখার বন, বনস্পতি ,
এক উদর সহবাসীরা ছত্রখান ।
লেলিহান শিখায়
ঈর্ষার চকমকি ,
সবুজ চোখের নীল নিঃশ্বাস 
সন্তর্পণে সাঙ্গ করল স্মৃতি।
কোন রোগের উপশম করতে
এই অবাঞ্ছিত খাণ্ডবদাহন ?


বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

আকাশের পথে

আকাশ গন্তব্যে
উল্কাপাতের কাহিনী,
এক ফুঁয়ে আরোহন
জনপদ ছেড়ে।

রূপালী ডানার উড়ান
মেঘ বরাবর।
আলগোছে রোদে,
পড়ে থাকে স্বজন ,জীবন।

উড়ান আবহে ভাসে 
শীতাতপ মাপা হিমেল সুগন্ধ
মুঠোয় নিস্তব্ধ মোবাইল।

 ল্যাপটপ জাগে
অনামিকা বিভঙ্গে,কফির চুমুকে,
চোখের পাতায়।

উড়ানের শেষে
পরিযায়ী পাখী পথ খুঁজে
নেমে  আসে টুপ করে
আমার আকাশ থেকে
তোমার শহরে।

সোমবার, ১ আগস্ট, ২০২২

আঁচ

অলস দুপুরে  না কি রোদ সোজা হয়
অনেক তীব্র ও জোরালো
পুড়িয়ে ঝলসে দেয় কখনও কখনও 
দেহ ও নিঃশ্বাসের
প্রাত্যহিক জীবন যাপনেও
মাঝে মাঝে রোদ্দুর কর্কশ  
তবুও বাতাস ভাসে চন্দনের বনে

কি করে ভুলি 
এই ভালোলাগা শীতে
প্রথম রোদ্দুরের আঁচ দিয়েছিলে তুমিই।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...