রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মায়ের ছুটি



ছোট থেকেই দেখছি মা গো
নেই তো তোমার ছুটি
শীত গ্রীষ্ম  সকাল বিকাল
কাজ যায় ঠিক  জুটি


মুখের কোনে চিলতে হাসি
লেগেই আছে যেন
কাজ করতেও  এত খুশী
দেখিনি কক্ষনো

পড়তে পড়তে হাঁফাই আমি
তোমার ক্লান্তি  নেই
একটু করে হচ্ছি বড়
তুমি মা ঠিক  সেই

বিপদ থেকে আগলে রাখো
ভয় ভাবনা দূরে
তোমার ছোঁয়া মাথার ওপর
ঘুমপাড়ানীর  সুরে

সূয‍্যি মামা ওঠার আগেই 
তুমি ওঠো রোজ
এসব পারো কেমন করে
রাখিনি তার খোঁজ 

আজকে দেখ ভোর হয়েছে
সূর্য গেছে উঠি
তবুও  তোমার চোখটি বোঁজা
মাগো, আজ নিলে কি ছুটি?

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

বোধ



 কৌশলী বাঁচতে 
কন্দরে গচ্ছিত রাখি পরমায়ু
প্রাণায়ামে নেমে আসি পৃথিবীতে 
কান্না খাই অনায়াসে
হাসির কিংখাবে জড়াই 
দুঃখ অপমান অবমাননা মোছাই অজুহাতে 
জানি প্রতারণা  এক শূন‍্যতা আনে
তবু জাগি, নতুন মায়াশরীর ঘেরে 
করুণা ও ক্ষমায়
ম‍ৃতপ্রায় হয়েও আমি খুঁজি জন্মকোলাহল
এভাবেই বাঁচা শিখি

  যে শেখালো এইসব
সেই শিখিয়েছে,না কে না বলতে।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...