বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

২৪শে আগস্ট,২০১৬

তোর জন্মের অনেক আগেই
তোকে লালন করেছে অন্তরাত্মা,
শিরা জালকে,রক্তে  ছটফটানি---
গর্ভের কবোষ্ণ আদরে
ফুল হয়ে ফোটা।
তারপর দিন ,ক্ষণ,মাস পেরিয়ে
আমার ভাদ্রের মাসে লাল দিন
২৪শে আগস্ট।

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

আকাশের কথা

আকাশের গন্তব্যে
উল্কাপাতের কাহিনী,
এক ফুঁয়ে আরোহণ
জনপদ ছেড়ে।

রূপালী ডানার উড়ান ,
মেঘ বরাবর
আলগোছে রোদে ,
পড়ে থাকে স্বজন,জীবন।

উড়ান আবহে
শীতাতপ হিমেল সুগন্ধ,
মুঠোয় নিস্তব্ধ মোবাইল,
ল্যাপটপ জাগে, অনামিকা বিভঙ্গে,
কফির চুমুকে,চোখের পাতায়।

উড়ানের শেষে
পরিযায়ী পাখী পথ খুঁজে
নেমে আসে টুপ করে,
 বিন্দু বিন্দু জীবনের টানে ।
 আমার আকাশ থেকে
তোমার শহরে।

সোমবার, ৮ আগস্ট, ২০১৬

অবাঞ্ছিত

জঠরের ভ্রূণ জেনে গেছে
তার পরিণাম ।

তিলে তিলে বেড়ে ওঠা তিলোত্তমা
পঁচাত্তর দিনে ধরা পড়ল
সোনোগ্রাফ মনিটরে।

হৃৎপিন্ড,মস্তিষ্ক,হাত, পা,
রক্ত,মজ্জা,স্ন।য়ু,যোনি,
অতএব জন্ম স্থগিত ।

টুকরো টুকরো রক্তস্রোতে
ভেসে যাচ্ছে স্বর্গের ফুল
"তমসো মা জ্যোতির্গময় "।

স্তন্যদায়িনীর কোন দায় নেই
এই অবাঞ্ছিতের কাছে।

রবিবার, ৭ আগস্ট, ২০১৬

পথ

পথে এসো ।
ঘর্ষণে উৎপন্ন অণু পরমাণু,
অন্তরীক্ষের  স্বেদ কণা,
আর নির্বাক জীবাণু---
বানিয়েছে থকথকে পথ।
এসো হাঁটি । 

দুপাশের সবুজ
কোন ব্রহ্মে লীন
  বহুদিন বহুদিন,
সেখানে গন্ধের মৈণাক
অন্নপ্রাশনের অন্ন তুলে আনে---
এ পথেই হাঁটো।

আমরা সবুজ বুনেছি
টুকরো  টুকরো,
বাতিস্তম্ভের গায়,
চিরকুট পরিচয়।
এই পথের জীবনে এসো---
জীবন সহ্যেরই নাম।

বুধবার, ৩ আগস্ট, ২০১৬

নদী কিম্বা নারী


নদী আর নারী একাকার হয় কখনও কখনও
আবার সব সময়।
সহ্যের আর এক নাম নারী আবার নদীও।
উদাসীন অবহেলা সইতে সইতে
নদী উত্তাল, উদ্দাম হয়,এবং নারীও,
প্রতিবাদী হয় ওরা।
ঘর ভাঙ্গে সংসার ভাঙ্গে সব চুরমার করে
ভাসিয়ে দেয় সব কিছু।
জলঙ্গী ,মাথাভাঙ্গা, মাতলা, কাঁসাই,
রেখা ,শিখা ,আর আরতিরা;
সব সীমানা ঘুচিয়ে এক করে দেয়।
সেই স্রোতে ভেসে যায়
তোমাদের সামাজিকতা, সভ্যতা,
ভালোমানুষীর জনচিহ্ন গুলি।
শুধু জেগে থাকে
ভেসে যাওয়া নদী
ভেসে চলা নারী
আর তোমাদের করুণ বিলাপ।

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

এক শহুরে বর্ষায়

ঝমঝম  শ্রাবণ এক স্রোতস্বিনী তৈরী করে
নর্দমা পথঘাট একাকার করে;
শুধু রাস্তা-নদী জেগে থাকে একা
ল্যাম্পপোস্ট বুকে নিয়ে!

ঘোলা জল ঢেউ তোলে
বাসের চাকার ছোঁয়ায়
স্কুল ব্যাগ কাঁধে দাপা দাপি করে
অবুঝ শৈশব ।

অফিস ফেরত বিরক্ত মুখ
জল ঠেলে ফিরে চলে;
ইলেট্রিক তারে বসে কাকভেজা হয়
অসহায় কাক।

শুধু একটি ছাতার তলে
ভিজে, ভেসে যায় এক প্রেমিক যুগল;
হৃদয়েরগান গেয়ে
তারা বিভোর হয়
 'এই শহুরে বর্ষায়।



মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...