সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

বাহ্

               
বাহ্! মানিয়েছে তো খুব, কবি সাজে
পরিপাটি সেই কেয়ারলেস বিউটি
ঠোঁটে চিলতে হাসি নিয়নবাতি যেন
আবেগঘন কণ্ঠস্বরে বিরাম ও যতি
গোপনে তুলে রাখা ঈর্ষা  হিংস্র শ্বাপদ
আয়ত   নিস্পাপ চোখ সরল চাউনি
নন্দিত শ্রীময়ী ও মনোহারিণী রূপ
তাহলে  কবি বলব, নাকি অন্য  কিছু ?

অনর্গল ভাবনা অর্থহী প্রলাপ
কষ্টে সৃষ্টে রচিত শব্দতরঙ্গ জুড়ে
জানি  প্রকাশ্যে সেই কবিই হতে চাও
 তবু কেন আজও অধরা কবিতারা
কবিতা  তো ঈশ্বরের আশীর্বাদে আসে
 স্বতঃপ্রণোদিত হয়ে মানুষের কাছে।  



মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...