শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭

দীর্ঘ যাত্রা



আমার মা অনেক বুড়িয়ে গেছে
এখন এক অবোধ শিশুর মত
ঘুম পাড়াতে হয়,ঘুম আসেনা বলে
চামড়া ঠাণ্ডায় কোঁচকানো টমেটোর মত
শীর্ণ কুয়ো হয়ে গেছে চোখ দুটো
মুখের চারখানি দাঁতে
অবোধ শিশুর মত হাসে
চুল গুলো তুষারপাতে ধবধবে সাদা
বোধহয় দীর্ঘ যাত্রা শেষ হবার মুখে।
এখন আর আগামীর কথা ভাবেনা
অতীতের ছোট্ট ফ্রক পরা মেয়ের
স্মৃতি বয়ে বেড়ায়
যার বয়স বাড়েনা কোনদিন
যার দীর্ঘ যাত্রা কোন আগুনেই শেষ হবেনা।

সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

সরলরেখায় এসো

কুশল বিনিময় সময়ে
তুমি স্তোক বাক্যে গলে যাচ্ছিলে
মোম জীবনের মত
গড়িয়ে পড়ছিল অনবদ্য হৃদ্যতা
আ্মি বিভ্রান্ত হচ্ছিলাম
পেরিস্কোপের ওপারে কি আছে ভেবে
সমকোণে বাঁকানো জীবনে
ভালবাসা বোঝা যায়না
তুমি সরলরেখায় এসো।
Like
Comment

মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

দীর্ঘ জলরাশি

 দীর্ঘ জলরাশি ডেকে চলে 
জীবনের আন্তিম সময় পর্যন্ত 
বালু ছাপে শুয়ে থাকে কৈশোর
 দুই প্রান্তের জনপদে নারী ও পুরুষ 
নির্বাক রোদ্দুর উলের বলের মত একাকী গড়ায় দীর্ঘ দিনমান
 নাভি বেয়ে নেমে আসে সমস্ত জন্ম 
জরায়ুর বাসা ছেড়ে ভ্রূণ নামে
 অবাক পৃথিবীতে 
তখন ও জলরাশি অতিক্রম করে
 অনেক অনেক জন্ম 
অনেক উরুদেশ,কটিদেশ
 আর অনেক সবুজ দুপুর।

সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

প্রথম

 সমস্ত চিত্র পরিস্ফুট্ হোক
 ফেলে যাওয়া স্বপ্নের ভিতর
 নেমে আসুক আপেল বাগান
 চঞ্চল লঘু পায়ে 
ঋণ বন্দী হোক প্রথম আস্বাদন
 প্রণয় স্পর্শের সুখে ভিজে যাওয়া করতলে
 তখন মাটি রেখো কিছুটা
 মনে রেখো মাটিই প্রথম ।
Like · Com

সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

বছরের শেষ রাতে

কত পাপ জমা হলে 
আগুন জ্বালাতে হয় !
বছরের শেষ রাতে আলোর উত্সবে 
সামিল হয়েছে দিনরাত্রি
আমি জ্বেলেছি লেলিহান শিখা
সেই আগুন-জিভে জড়িয়ে যাচ্ছে
সম্বতসরের কলুষতা
আমার নিলয় -কপাটিকায়
রক্তপাত হচ্ছে অবিরাম
এভাবেই পরিস্রুত হচ্ছে বিষাক্ত নিঃশ্বাস
আর গত পাপের যবনিকা পড়ছে ।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...