শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭

সন্দিগ্ধ

   তুমি কাছে এলে গন্ধ পাই
    আবার বিপর্যয়ের
   গলার গাঢ় জমাট ভালবাসা মনে পড়ায়
    আকাশের গায়ে সিঁদুর রঙা মেঘ
    গতবার ঝড় ওঠানোর আগেও
     তুমি এমন মায়াবী আর কোমল ছিলে

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭

সময়



 স্রোত বইছে
স্মৃতিতে  পাঁক  ও পুস্প
উড়ে যাচ্ছে ঘামকণা লবনাক্ত মাটি ছেড়ে
মেদুর শস্যের মেয়াদ শেষ
পুড়ে যাচ্ছে জমি
জেগে থাকছি একা
আর ক্রমশ বুঝে যাচ্ছি
বেঁচে থাকার মূলমন্ত্র

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

অধম

বয়স  যেমনই হোক
মেয়ে দেখলেই মনে পড়ে যোনি
ফুল নয় চাঁদ নয় স্নেহ ভালবাসা নয়
লোভ আর তাড়না
পশুকেও হারিয়ে জয়ী হয়ে যায়
আজও কোন পশুকে দেখিনি
এমন করে নীচে নেমে যেতে।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...