শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

বন্দী

বুধবার, ৬ অক্টোবর, ২০২১

ধ্বনি




বাগানে কাঁঠালচাঁপার ঝোপে

চাপ চাপ অন্ধকার

সেখানে কারা যেন যাওয়া আসা করে

পরিত্যক্ত বুকের ওপর

অদম্য ইচ্ছারা কিলিবিলি নকশা তোলে

কালো রাতের নিস্তব্ধতা ভেদ করে

সেই গোপন চলনবিলাস, অভিসার

সেই মর্মর ধ্বনির  মূর্ছনায়   শিহরিত হই

বেহুঁশ জেগে থাকি একা, নিস্পন্দ আমি 

বিবশ শরীরে।

 

                         ২

          গান /অপর্ণা বসু

ইদানীং   গানে ঢুকে পড়ছে 

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বন্দী

 অন্তরীণ থাকতে থাকতে দেখছি

ঋতু বদলাচ্ছে পৃথিবী

শূন‍্য ডালে জাগছে কচি কিশলয়
কৃষ্ণচূড়ার লাল ছড়িয়ে আছে
কখনও ঝরঝরিয়ে নামছে শ্রাবণ
চারিদিকে মনভোলানো সবুজ
আবার পেঁজা তুলোর আকাশে
হিমেল বাতাসে শিউলির গন্ধ
জানলার  ওপারে অকপট নীলাভ নভতল
তাকে ছুঁয়ে ডানা ভাসাচ্ছে 
একদল মুক্ত বিহঙ্গ

শুধু আমরাই ঘরে বন্দী

ওরা সবাই আগের মতই
ওদের মুখে কোন মুখোশ নেই।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...