সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

ভালবাসা

অন্তঃস্থলের গভীর থেকে উঠে এই শব্দ
আচ্ছন্ন করে চেতনা কে ,
ওষ্ঠে এসে বসে নিভৃতে ,মৌমাছির মত
চুষে নেয় নিঃশেষে সব বাসনা
তখন পাকে পাকে খুলে যায় মেরুদণ্ডের জোড়
দোলনা দোলে বুকের পাঁজর
হাড় হিম হয়ে  আসে ,
অসাড়  চৈতন্য ,রুদ্ধ বাক,
শরীরে শরীর লুটিয়ে পড়ে
অনন্তকাল  ধরে ।

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

মৃত্যু

এত কিছু...............
পরিপাটি যত্ন, আদর শরীরের
সব শেষ হয়ে যাবে জন্মঋণ শোধে
কোঁচকানো চামড়ায়
এক জীবনের ইতিহাস লেখা হলে
শরীর জুড়িয়ে যাবে
তখন ঘিয়ের প্রলেপ দিও
জীবনের শেষ প্রসাধন।
শীতল শরীরে আগুনের ওম নিতে নিতে
একাত্ম হয়ে যাব আমি
জল, মাটি আর বাতাসের সাথে।

রবিবার, ২ অক্টোবর, ২০১৬

তাই , দাঁড়িয়ে

মানুষ এগোচ্ছে সামনে ,আর ও
সব্বাইকে পিছনে ফেলে আরও অতল গহ্বরে
সেখানে চুম্বকীয় টান ।
বুদ্ধি ধোয়া পোকা গুলো ঢুকে যাচ্ছে
 প্রথম আপেলের জীবনে
নয়-বিভ্রান্ত মানুষেরা ফিরতে চাইছে
সবুজ বাঁচায় , অলসতায়
সেখানে আবার না -ফেরার বেড়া
থামিয়েছে তাদের ।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...