বুধবার, ১৫ মার্চ, ২০১৭

আমার বসন্ত

আমার বসন্ত আসে
যখন তখন ঘরের আনাচে কানাচে
ফাল্গুনে আবার পৌষের মাসে
দিগন্তে সূর্যের হাত ধরে
দুপুরে আষাঢ়ের ভেজা মাসে
কখনও কার্নিশ বেয়ে নামে
এলানো ম্লান আলো
জড়িয়ে ধরে জুই এর বিকেল বেলা
বাতাস বসন্তের গন্ধেে ভাসে
শীতের ছাদ ~বাগানে
গাঁদার হলুদ ঘ্রাণ
ফুলের আবির খেলা
দিনভ'র আকুল আবেশে
বাগানে বসন্ত নিয়ে আসে
সারাদিন কাজের শেষে
বৈকালিক চায়ের অবসরে
দুজনের একান্ত কথোপকথনে
হাতে হাত রেখে চলার অঙ্গীকারে
তখনও বসন্ত আসে
আমার এই ছোট্ট ঘরে।

সোমবার, ১৩ মার্চ, ২০১৭

প্রণয়

নেকড়ের মত ভালোবাসো
এই জন্মকে
দুহাতে তুলে নিয়ে দাঁত বসাও
গলার ভাঁজের নোনতা স্বাদে
ডুবে গিয়ে আর উঠতে চেওনা
মিহি সুখের অনুরণন
ত্বক হৃদয় আর মস্তিস্ক
ভেদ করে উঠে আসছে
জলের স্রোতের মত সুখ
হা-ঘর করছে ভাসিয়ে দিচ্ছে
সমস্ত চরাচর
এই অবসরে কামড়ে ধরো
ক্ষুধাতুর নেকড়ের মত।

শনিবার, ১১ মার্চ, ২০১৭

সেদিনের সন্ধ্যায়

উৎসবের অবসরে সময় যখনএগোচ্ছিল
তখন তোমার জিভের টান টান শব্দে 
মশগুল করে তুললে পড়শি দের
অনেকেই হতবাক হয়ে দাঁড়িয়েছিল
কিছু শিশু খেলা ভুলে
মুখে আঙ্গুল পুরে চুষতে লাগলো
আর যাকে তুমি বাক্যবাণে শানাচ্ছিলে
তার চামড়া ফেটে
নোনতা জল বেরিয়ে এল
চোখের বিস্ময়ে 
হতবাক দৈন্য গড়িয়ে পড়ল
অনেকেই থামাতে চাইল তোমাকে
কিন্ত ততক্ষণে অগ্নিসংযোগ হয়েছে
তাই অকস্মাৎ দাবানলে
পুড়ে গেলো মুহূর্ত গুলো।

বুধবার, ৮ মার্চ, ২০১৭

শব্দ

কিছু অশ্রাব্য অশ্লীল শব্দ
বেরিয়ে আসছে
কোন কাব্যগন্ধ নেই 
কোন ভিজে মরমতাও না
তাই ফালা ফালা হয়ে যাচ্ছে
অন্তর অন্তরীক্ষ
কারন পারিপার্শ্বিকে
এসব কথারা খুবই উপযুক্ত
ওরা টেনে নামিয়ে আনছে
নিখাদ অনুভূতির বিন্দু গুলি।

সোমবার, ৬ মার্চ, ২০১৭

ভাগ্য

যখন আমার আত্মা
যুগপৎ ভাল ও   মন্দের সাথে
বিস্তর ধস্তাধস্তি করতে করতে
ক্লান্ত অবসন্ন হয়ে
ভবিতব্য কেই মেনে নেয়
তখন বুঝি
ভাগ্য  ব'লেও কিছু আছে
আত্মিক শক্তির বলে
যতই লড়াই চালাই
শেষ মেশ জিতে যায়
সেই ভাগ্য ই।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...