সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

বাহ্

               
বাহ্! মানিয়েছে তো খুব, কবি সাজে
পরিপাটি সেই কেয়ারলেস বিউটি
ঠোঁটে চিলতে হাসি নিয়নবাতি যেন
আবেগঘন কণ্ঠস্বরে বিরাম ও যতি
গোপনে তুলে রাখা ঈর্ষা  হিংস্র শ্বাপদ
আয়ত   নিস্পাপ চোখ সরল চাউনি
নন্দিত শ্রীময়ী ও মনোহারিণী রূপ
তাহলে  কবি বলব, নাকি অন্য  কিছু ?

অনর্গল ভাবনা অর্থহী প্রলাপ
কষ্টে সৃষ্টে রচিত শব্দতরঙ্গ জুড়ে
জানি  প্রকাশ্যে সেই কবিই হতে চাও
 তবু কেন আজও অধরা কবিতারা
কবিতা  তো ঈশ্বরের আশীর্বাদে আসে
 স্বতঃপ্রণোদিত হয়ে মানুষের কাছে।  



মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

এই বয়স


ব্যস্ত ও চলমান
সময় ও তুমি
কখনও টুপীতে পালক গুঁজে দাও
কখনও গভীর ও ভারাক্রান্ত হয়ে
গুনে নাও দণ্ড আর পল।

এক ছটফটে রোদ্দুরে
ঢিমে তালে  সময় কাটে
এক  ধীর গতি দুপুর
গড়িয়ে ক্লান্ত হয়।

বিষণ্ণ বয়স যাদু জানে
বসে বসে ফুরিয়ে যাবার।  



শনিবার, ১৭ মার্চ, ২০১৮

অমৃত

           সন্ধ্যে বেলায় গনগনে আঁচে 
           সেঁকা হচ্ছে রুটি 
           পাশে গোল বৃত্ত এঁকেছে 
           অনন্ত ক্ষিধেরা 
           উপোসী শরীরের চোখে 
           আলো জ্বলছে 
           ইচ্ছেরা এখন জিভে 
           অমৃত পরিবেশনের অপেক্ষায় ।

শনিবার, ৩ মার্চ, ২০১৮

শ্রমদিবস


রিমঝিম বৃষ্টিতে ভেসে যাচ্ছে
একটা দিন
আঃ কি সুখ !
বেণুবনের মর্মরে
শুকনো পাতার ঢেউয়ে
সরীসৃপের ত্বরিত গতি
শিহরণ তুলল আপাদমস্তকে।

আর ঠিক  তখনই দুচোখ জুড়ে ঘুম  নেমে এল
শিথিল  দেহে কমনীয়তা এল
আকাশজুড়ে গুমরানো কালো মেঘ থেকে
চুঁয়ে পড়ল ঝিরঝিরে সুখ
ভাসিয়ে দিল 
আরও একটা শ্রমদিবস ।

আচ্ছে দিন





                            পি এফ এর সুদের মতো 
                            সংকুচিত হয়ে যাচ্ছে রাস্তা 
                            ফুটপাথ জুড়ে শুধু 
                            পশরা আর কুকুর
                            আজকাল ফুচকারও দাম বেড়েছে
                            আনমনে হেঁটে চলা থলেতে
                            কিছু জ্যোতি আলু খেলা করে ।

বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

প্রতীক্ষা

                                                                                                 

        শীত চলে গেলো
      এবারেও  আমার যাওয়া হলনা
      আবারও বসন্ত আসছে অনেক স্মৃতি নিয়ে
      আমার খাবার পরিবেশনের মুহূর্তে
       তোমার উদাত্ত গলায় কোন এক গাঁয়ের বঁধু
       কান ভাসাচ্ছে
       পৃথিবী জুড়ে নেমে আসছে বসন্তসকাল
       শুধু আমাদের দীর্ঘ বসবাসে এখন রোদ ঢোকেনা
      বারান্দা বাগান শুকিয়ে গেছে
      নির্বাক তুমি আছ শুধু  দেওয়াল জুড়ে
      সত্যি করে বলনা
      আমি তোমার কাছে কবে যাব?  
   
       

বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

মনখারাপ

মুছে ফেলছি ইরেজারে  আবছা হওয়া দুঃখছবি
আড়াল হচ্ছে এতদিনের ফ্রেমেবন্দি গল্প সবই
মুছে দিলাম দুই বিনুনি মনকেমনের  বিকেলবেলা
কাঠবেড়ালি প্রজাপতি জুতোর বাক্সে পুতুল খেলা
হারিয়ে গেল ঝাঁপিয়ে পড়া পুকুরজলের দুপুরগুলো
মিলিয়ে গেলো আস্তে করে উসকো চুল আর একপা ধুলো
 আর হবেনা চড়ুইভাতি যখন তখন ইচ্ছেমত
বুকের ভেতর কষ্ট জমে এসব কথা ভাবছি যত
এখন আমি চশমাপরা আমার এখন মনখারাপই
আমি এখন দাঁড়িপাল্লায় আমার ব্যস্ত সময় মাপি


শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

কৃতজ্ঞ

যে আমাকে ডেকেছিল
 যে আমাকে নিয়ে এসেছে
কৃতজ্ঞতা তার জন্য
যে আমাকে রাখলো 
যে আমাকে থাকতে দিল
কৃতজ্ঞতা তার জন্যও
যে আমাকে নিয়ে যাবে
 সেই মৃত্যুর প্রতিওআমি কৃতজ্ঞ থাকব

সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

অগস্ত্যযাত্রা

সেদিন সন্ধ্যেবেলা দরজায় হাত রেখে
তুমি বলেছিলে যাই
এখনও দরজায় তোমার আঙ্গুল লেগে আছে
হ্যাঙ্গার দোলাচ্ছে আকাশী বুশ শার্ট
আলমারির কাঁচের পাল্লায়
উঁকি দিচ্ছে সিরাপের শিশি আর ইনহেলার
তোমার প্রিয় ঘিয়ে সোয়টার
কালই রোদে দিয়েছিলাম  
 সেদিন সকাল থেকে রাত, রাত থেকে আবার সকাল এল
 কিন্তু তুমি ফিরে এলেনা

  আচ্ছা, তুমি কি জানতে 
 তোমায়  যেতেই  হবে অগস্ত্যযাত্রায় ?

বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

ঋণ


সম্বৃদ্ধ হলে ঋণ নিয়ে
তাই নাচঘরে আবার ঝাড়বাতি
 আরামকেদারায়  সুসময়
ঘুঙুরের ছমছম সুর বাতাসে  
আকাশ জুড়ে  নিরাভরন রাত নামে
 উৎসবের আয়োজন করে
এসব দৃশ্যকল্পে  বিভোর হয়ে
 সুগন্ধি শব্দে সাজাও নতুন নাচঘর
 শুধু  ভুলে যাও ঋণমুল্য চোকাতে 

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...