শুক্রবার, ২ জুন, ২০১৭

বর্ষা নামার গান

ঠোঁট পুড়ছে
চোখ পুড়ছে
সকাল পুড়ছে আজ
বন্ধ দরজা
জলদি ঘর যা
করব না কোন কাজ
বাঁচার জন্য
রাঁধছি অন্ন
জীবন ধন্য সব্বার
পরান ধুক পুক
মনেতে নাই সুখ
এবার বর্ষা দরকার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...