বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

মনখারাপ

মুছে ফেলছি ইরেজারে  আবছা হওয়া দুঃখছবি
আড়াল হচ্ছে এতদিনের ফ্রেমেবন্দি গল্প সবই
মুছে দিলাম দুই বিনুনি মনকেমনের  বিকেলবেলা
কাঠবেড়ালি প্রজাপতি জুতোর বাক্সে পুতুল খেলা
হারিয়ে গেল ঝাঁপিয়ে পড়া পুকুরজলের দুপুরগুলো
মিলিয়ে গেলো আস্তে করে উসকো চুল আর একপা ধুলো
 আর হবেনা চড়ুইভাতি যখন তখন ইচ্ছেমত
বুকের ভেতর কষ্ট জমে এসব কথা ভাবছি যত
এখন আমি চশমাপরা আমার এখন মনখারাপই
আমি এখন দাঁড়িপাল্লায় আমার ব্যস্ত সময় মাপি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...