সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বন্দী

 অন্তরীণ থাকতে থাকতে দেখছি

ঋতু বদলাচ্ছে পৃথিবী

শূন‍্য ডালে জাগছে কচি কিশলয়
কৃষ্ণচূড়ার লাল ছড়িয়ে আছে
কখনও ঝরঝরিয়ে নামছে শ্রাবণ
চারিদিকে মনভোলানো সবুজ
আবার পেঁজা তুলোর আকাশে
হিমেল বাতাসে শিউলির গন্ধ
জানলার  ওপারে অকপট নীলাভ নভতল
তাকে ছুঁয়ে ডানা ভাসাচ্ছে 
একদল মুক্ত বিহঙ্গ

শুধু আমরাই ঘরে বন্দী

ওরা সবাই আগের মতই
ওদের মুখে কোন মুখোশ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...