সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

ভালবাসা

অন্তঃস্থলের গভীর থেকে উঠে এই শব্দ
আচ্ছন্ন করে চেতনা কে ,
ওষ্ঠে এসে বসে নিভৃতে ,মৌমাছির মত
চুষে নেয় নিঃশেষে সব বাসনা
তখন পাকে পাকে খুলে যায় মেরুদণ্ডের জোড়
দোলনা দোলে বুকের পাঁজর
হাড় হিম হয়ে  আসে ,
অসাড়  চৈতন্য ,রুদ্ধ বাক,
শরীরে শরীর লুটিয়ে পড়ে
অনন্তকাল  ধরে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...