রবিবার, ২ অক্টোবর, ২০১৬

তাই , দাঁড়িয়ে

মানুষ এগোচ্ছে সামনে ,আর ও
সব্বাইকে পিছনে ফেলে আরও অতল গহ্বরে
সেখানে চুম্বকীয় টান ।
বুদ্ধি ধোয়া পোকা গুলো ঢুকে যাচ্ছে
 প্রথম আপেলের জীবনে
নয়-বিভ্রান্ত মানুষেরা ফিরতে চাইছে
সবুজ বাঁচায় , অলসতায়
সেখানে আবার না -ফেরার বেড়া
থামিয়েছে তাদের ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...