বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

এই আশ্বিনে

পাতাবাহারের দুই ডাল ছুঁয়ে
দোল খাচ্ছিল তন্তুজাল
এবার তার গা গড়িয়ে পড়ল একফোঁটা
মুক্তোর দানার মত টল টলে সাদা
গড়িয়ে এসে ঝরে পড়ল মাটিতে
আর ডেকে আনল রিম ঝিম শব্দ
ধুইয়ে দিল চরাচর
সূর্য ছুটি নিয়েছে আজ
তার সাথে আমি ও
দৈনন্দিন কজের স্রোত আজ নেই
সব কেমন নিস্তরঙ্গ
অলস মধ্যাহ্নে দু কান জুড়ে বাজছে
শুধু রিম ঝিম নেশা মাখা শব্দ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...