সোমবার, ১ আগস্ট, ২০২২

আঁচ

অলস দুপুরে  না কি রোদ সোজা হয়
অনেক তীব্র ও জোরালো
পুড়িয়ে ঝলসে দেয় কখনও কখনও 
দেহ ও নিঃশ্বাসের
প্রাত্যহিক জীবন যাপনেও
মাঝে মাঝে রোদ্দুর কর্কশ  
তবুও বাতাস ভাসে চন্দনের বনে

কি করে ভুলি 
এই ভালোলাগা শীতে
প্রথম রোদ্দুরের আঁচ দিয়েছিলে তুমিই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...