বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

আকাশের পথে

আকাশ গন্তব্যে
উল্কাপাতের কাহিনী,
এক ফুঁয়ে আরোহন
জনপদ ছেড়ে।

রূপালী ডানার উড়ান
মেঘ বরাবর।
আলগোছে রোদে,
পড়ে থাকে স্বজন ,জীবন।

উড়ান আবহে ভাসে 
শীতাতপ মাপা হিমেল সুগন্ধ
মুঠোয় নিস্তব্ধ মোবাইল।

 ল্যাপটপ জাগে
অনামিকা বিভঙ্গে,কফির চুমুকে,
চোখের পাতায়।

উড়ানের শেষে
পরিযায়ী পাখী পথ খুঁজে
নেমে  আসে টুপ করে
আমার আকাশ থেকে
তোমার শহরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...