রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

অন্য নিসর্গ

তীব্র আশ্লেষমাখা অন্ধকারের চুম্বন
মুছে নেয় গোধূলির টিকা
থৈ থৈ কালো একরাশ দিগ্বিদিক
ছেঁড়া ছেঁড়া কোলাজে স্পষ্ট
গাছ নদী ঘর বাড়ীর সরলরেখা
ধীরে ধীরে স্বপ্নের মত
গর্ভ থেকে জন্ম নিয়ে নিঃশব্দে
তৈরী হয় আকাশের ক্যানভাসে
অন্য এক নিসর্গ ।

1 টি মন্তব্য:

  1. ভাষাহীন ! ব্যাখ্যা, মন্তব্যের অনেক ঊর্ধ্বে..... আকাশ ছোঁয়া ভালোলাগা রইল বুকে।

    উত্তরমুছুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...