শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

এখন অন্য রকম














রবিবারের  দুপুরে ধূলোমাখা গন্ধ
তখন আকাশে সূর্য জ্বলতো
তখন আকাশটা অনেক নীল
তখন আমগাছে ঢিলের পরে ঢিল
 শামুকের ছুরি দিয়ে কাটা আম আর বীট নুন।

রবিবারের  দুপুরে নদীীর জল
রোদ মাখা চকচকে জল তখন
এক ছুটে ঝাঁপ জলের কোলে তখন
জামা প্যান্ট ভিজে একসা তখন
ওই ছোট নদী হেঁটে এপার ওপার।

রবিবারের  দুপুুরের জন্য মন কেমন
তখন এপাড়া ওপাড়া ঘোরা
তখন বাবার বকুনি বাড়ী ফিরে
তখন হটাৎ চড়ুইভাতি
রোজ রোজ কুমীর ডাঙা আর পুতুলের বিয়ে।

রবিবারের দুপুর এখন নিখোঁজ
এখন রবিবারেও কতো কাজ
এখন ছুুটির দুপুরে পিঠে ব্যাগ
এখন প্রতিযোগিতাই খেলা
অলস দুপুর খুঁজে পাই না তো আর।

রবিবারের দুপুর ডাকে না আর
এখন বেহিসেবী কোন পা নেই
এখন শৈশব চুরি যায়
এখন রোদ মাখি ব্যালকনি তে
আমরা অন্য রকম ভালো আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...