শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

কৃতঘ্ন

পেয়েও পায় না খুঁজে কথা
কাঁটাবনে ঘোরাঘুরি বারোমাস
নির্লজ্ব ইচ্ছারা হাত ধরে সজোরে
ঘর বাঁধে জলের ছায়ায়
সেখানে মাছের খেলাঘর
ছবি আঁকে সর্ষের ক্ষেত
ঘুঘু হাঁটে দুপুরের আলপথ ধরে
বর্ষায় মাছরাঙ্গা ছোঁ মারে জলে
ফড়িং নাচে ঘরের কোনে
অনেকক্ষণ ধরে তিড়িং বিড়িং
খাওয়া শেষ হলে
ভুরু জোড়া নেচে নেয় আবোল তাবোল
কিছুই না পাওয়াার সুর তুলে।

1 টি মন্তব্য:

  1. অপূর্ব.......লেখনীতে একটা অদ্ভুত টান বর্তমান, নেশার মত, ছবি আঁকে বুকে!

    উত্তরমুছুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...