বুধবার, ৩ আগস্ট, ২০১৬

নদী কিম্বা নারী


নদী আর নারী একাকার হয় কখনও কখনও
আবার সব সময়।
সহ্যের আর এক নাম নারী আবার নদীও।
উদাসীন অবহেলা সইতে সইতে
নদী উত্তাল, উদ্দাম হয়,এবং নারীও,
প্রতিবাদী হয় ওরা।
ঘর ভাঙ্গে সংসার ভাঙ্গে সব চুরমার করে
ভাসিয়ে দেয় সব কিছু।
জলঙ্গী ,মাথাভাঙ্গা, মাতলা, কাঁসাই,
রেখা ,শিখা ,আর আরতিরা;
সব সীমানা ঘুচিয়ে এক করে দেয়।
সেই স্রোতে ভেসে যায়
তোমাদের সামাজিকতা, সভ্যতা,
ভালোমানুষীর জনচিহ্ন গুলি।
শুধু জেগে থাকে
ভেসে যাওয়া নদী
ভেসে চলা নারী
আর তোমাদের করুণ বিলাপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...