মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

এক শহুরে বর্ষায়

ঝমঝম  শ্রাবণ এক স্রোতস্বিনী তৈরী করে
নর্দমা পথঘাট একাকার করে;
শুধু রাস্তা-নদী জেগে থাকে একা
ল্যাম্পপোস্ট বুকে নিয়ে!

ঘোলা জল ঢেউ তোলে
বাসের চাকার ছোঁয়ায়
স্কুল ব্যাগ কাঁধে দাপা দাপি করে
অবুঝ শৈশব ।

অফিস ফেরত বিরক্ত মুখ
জল ঠেলে ফিরে চলে;
ইলেট্রিক তারে বসে কাকভেজা হয়
অসহায় কাক।

শুধু একটি ছাতার তলে
ভিজে, ভেসে যায় এক প্রেমিক যুগল;
হৃদয়েরগান গেয়ে
তারা বিভোর হয়
 'এই শহুরে বর্ষায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...