রবিবার, ৭ আগস্ট, ২০১৬

পথ

পথে এসো ।
ঘর্ষণে উৎপন্ন অণু পরমাণু,
অন্তরীক্ষের  স্বেদ কণা,
আর নির্বাক জীবাণু---
বানিয়েছে থকথকে পথ।
এসো হাঁটি । 

দুপাশের সবুজ
কোন ব্রহ্মে লীন
  বহুদিন বহুদিন,
সেখানে গন্ধের মৈণাক
অন্নপ্রাশনের অন্ন তুলে আনে---
এ পথেই হাঁটো।

আমরা সবুজ বুনেছি
টুকরো  টুকরো,
বাতিস্তম্ভের গায়,
চিরকুট পরিচয়।
এই পথের জীবনে এসো---
জীবন সহ্যেরই নাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...