সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

বছরের শেষ রাতে

কত পাপ জমা হলে 
আগুন জ্বালাতে হয় !
বছরের শেষ রাতে আলোর উত্সবে 
সামিল হয়েছে দিনরাত্রি
আমি জ্বেলেছি লেলিহান শিখা
সেই আগুন-জিভে জড়িয়ে যাচ্ছে
সম্বতসরের কলুষতা
আমার নিলয় -কপাটিকায়
রক্তপাত হচ্ছে অবিরাম
এভাবেই পরিস্রুত হচ্ছে বিষাক্ত নিঃশ্বাস
আর গত পাপের যবনিকা পড়ছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...