মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

দীর্ঘ জলরাশি

 দীর্ঘ জলরাশি ডেকে চলে 
জীবনের আন্তিম সময় পর্যন্ত 
বালু ছাপে শুয়ে থাকে কৈশোর
 দুই প্রান্তের জনপদে নারী ও পুরুষ 
নির্বাক রোদ্দুর উলের বলের মত একাকী গড়ায় দীর্ঘ দিনমান
 নাভি বেয়ে নেমে আসে সমস্ত জন্ম 
জরায়ুর বাসা ছেড়ে ভ্রূণ নামে
 অবাক পৃথিবীতে 
তখন ও জলরাশি অতিক্রম করে
 অনেক অনেক জন্ম 
অনেক উরুদেশ,কটিদেশ
 আর অনেক সবুজ দুপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...