সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

সরলরেখায় এসো

কুশল বিনিময় সময়ে
তুমি স্তোক বাক্যে গলে যাচ্ছিলে
মোম জীবনের মত
গড়িয়ে পড়ছিল অনবদ্য হৃদ্যতা
আ্মি বিভ্রান্ত হচ্ছিলাম
পেরিস্কোপের ওপারে কি আছে ভেবে
সমকোণে বাঁকানো জীবনে
ভালবাসা বোঝা যায়না
তুমি সরলরেখায় এসো।
Like
Comment

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...