শনিবার, ১১ মার্চ, ২০১৭

সেদিনের সন্ধ্যায়

উৎসবের অবসরে সময় যখনএগোচ্ছিল
তখন তোমার জিভের টান টান শব্দে 
মশগুল করে তুললে পড়শি দের
অনেকেই হতবাক হয়ে দাঁড়িয়েছিল
কিছু শিশু খেলা ভুলে
মুখে আঙ্গুল পুরে চুষতে লাগলো
আর যাকে তুমি বাক্যবাণে শানাচ্ছিলে
তার চামড়া ফেটে
নোনতা জল বেরিয়ে এল
চোখের বিস্ময়ে 
হতবাক দৈন্য গড়িয়ে পড়ল
অনেকেই থামাতে চাইল তোমাকে
কিন্ত ততক্ষণে অগ্নিসংযোগ হয়েছে
তাই অকস্মাৎ দাবানলে
পুড়ে গেলো মুহূর্ত গুলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...