সোমবার, ১৩ মার্চ, ২০১৭

প্রণয়

নেকড়ের মত ভালোবাসো
এই জন্মকে
দুহাতে তুলে নিয়ে দাঁত বসাও
গলার ভাঁজের নোনতা স্বাদে
ডুবে গিয়ে আর উঠতে চেওনা
মিহি সুখের অনুরণন
ত্বক হৃদয় আর মস্তিস্ক
ভেদ করে উঠে আসছে
জলের স্রোতের মত সুখ
হা-ঘর করছে ভাসিয়ে দিচ্ছে
সমস্ত চরাচর
এই অবসরে কামড়ে ধরো
ক্ষুধাতুর নেকড়ের মত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...