বুধবার, ১৫ মার্চ, ২০১৭

আমার বসন্ত

আমার বসন্ত আসে
যখন তখন ঘরের আনাচে কানাচে
ফাল্গুনে আবার পৌষের মাসে
দিগন্তে সূর্যের হাত ধরে
দুপুরে আষাঢ়ের ভেজা মাসে
কখনও কার্নিশ বেয়ে নামে
এলানো ম্লান আলো
জড়িয়ে ধরে জুই এর বিকেল বেলা
বাতাস বসন্তের গন্ধেে ভাসে
শীতের ছাদ ~বাগানে
গাঁদার হলুদ ঘ্রাণ
ফুলের আবির খেলা
দিনভ'র আকুল আবেশে
বাগানে বসন্ত নিয়ে আসে
সারাদিন কাজের শেষে
বৈকালিক চায়ের অবসরে
দুজনের একান্ত কথোপকথনে
হাতে হাত রেখে চলার অঙ্গীকারে
তখনও বসন্ত আসে
আমার এই ছোট্ট ঘরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...