শনিবার, ১৭ মার্চ, ২০১৮

অমৃত

           সন্ধ্যে বেলায় গনগনে আঁচে 
           সেঁকা হচ্ছে রুটি 
           পাশে গোল বৃত্ত এঁকেছে 
           অনন্ত ক্ষিধেরা 
           উপোসী শরীরের চোখে 
           আলো জ্বলছে 
           ইচ্ছেরা এখন জিভে 
           অমৃত পরিবেশনের অপেক্ষায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...