মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

এই বয়স


ব্যস্ত ও চলমান
সময় ও তুমি
কখনও টুপীতে পালক গুঁজে দাও
কখনও গভীর ও ভারাক্রান্ত হয়ে
গুনে নাও দণ্ড আর পল।

এক ছটফটে রোদ্দুরে
ঢিমে তালে  সময় কাটে
এক  ধীর গতি দুপুর
গড়িয়ে ক্লান্ত হয়।

বিষণ্ণ বয়স যাদু জানে
বসে বসে ফুরিয়ে যাবার।  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...