শনিবার, ৩ মার্চ, ২০১৮

শ্রমদিবস


রিমঝিম বৃষ্টিতে ভেসে যাচ্ছে
একটা দিন
আঃ কি সুখ !
বেণুবনের মর্মরে
শুকনো পাতার ঢেউয়ে
সরীসৃপের ত্বরিত গতি
শিহরণ তুলল আপাদমস্তকে।

আর ঠিক  তখনই দুচোখ জুড়ে ঘুম  নেমে এল
শিথিল  দেহে কমনীয়তা এল
আকাশজুড়ে গুমরানো কালো মেঘ থেকে
চুঁয়ে পড়ল ঝিরঝিরে সুখ
ভাসিয়ে দিল 
আরও একটা শ্রমদিবস ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...