শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

ভালবাসার গল্প




 আমি খুব কাছে আসি
 তোমার গন্ধ নিই
 আবেশে  চোখ বুজে আসে
 মদির গন্ধবাতাস বুকে কুল কুল শব্দ তোলে
  সেই সুরে  ভিজে  ওঠে করতল
 ঠোঁটের নির্জনতায় ভাগ বসায়
 বিকেলের ঠাণ্ডা বাতাস
 আচমকা থর থর করে কেঁপে উঠি
 আমি একটা নদী হই
 আর  তুমি গাছ ভরা শিউলি
 কেমন ঝিকমিক তারা হয়ে ওঠো

    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...