রবিবার, ১০ জুলাই, ২০২২

মধ‍্যরাতে বুদবুদ

দুদ্দাড় পেটাতে পেটাতে
হাটকে বেরিয়ে এল লালচে অভিযোগ
চোখ আর ত্রিভুজের কৌণিক অলিন্দ ভেসে নদী তার তীর বরাবর
মাউস চালাতে চালাতে রোদ শেষ
আঙ্গুলের গাঁটে ফুটে চুমু
তারপর এক ঘর ক্ষমা হল
এক জানলা আকাশ 
দেওয়াল সময়ে হাত গুলো লাফালাফি করে অনেক রাত
কথার ভাঁজে গুঁজে দিতে
আর কোন বেড়াল নেই
আর কোন হাপিত‍্যেশ নেই
শুধু অন্ধকারে বুড়বুড়ি কাটছে
আলস‍্য জড়নো ঘুম ঘুম অকবিতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...