বুধবার, ১৩ জুলাই, ২০২২

যোজনগন্ধা

এইখানে এই আকাশের তলে
রৌদ্রময়   যমুনার জল 
প্রতিদিনকার খেয়া পারাপার
সব কিছু থেমে গেছে
এ দুটি মৃণালভুজ আর বাইছে না দাঁড়

বাতাসে ভাসে ডিঙিখানি একা
দূরে দূরে আছে কিছু লোক
তারি মাঝে বুকে নিয়ে যৌবনভার       
আমি  সত‍্যবতী পদ্মপলাশ দুটি  চোখ 

সেদিন ডিঙার যাত্রী ঋষি পরাশর
 কামার্ত দুটি চোখ তৃষ্ণার্ত স্বর
"কামনা করেছি কন‍্যা তোমার  অন্তর"
আকস্মিক সম্ভাষনে কাঁপি থরথর

জলদগম্ভীর স্বর বুকে এসে বাজে
কোথায় লুকাবো আমি তা বুঝিনা যে

 সামান‍্য ধীবর কন‍্যা আমি
তার সাথে ঋষিবর একি পরিহাস!
কুমারীত্ব বিসর্জন হবে যমুনার বুকে
রৌদ্রস্নাত দিনে এই উজ্বল আলোকে
অভয় দিলেন ঋষি সম্ভোগের পরে
মুল‍্যবান কুমারীত্ব পাব আমি ফিরে
দিবস আঁধার হবে লজ্জা যাবে ঢাকা 
হবে মৎসগন্ধ পরিবর্তে পদ্মগন্ধ মাখা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...