রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

দায়বদ্ধ

জলে ভাসা পদ্মের মত নাভি থেকে
শুষে নিই জীবন আর খাদ্য
 অবিচ্ছেদ্য অঙ্গের জলীয় বসবাসে
 পার করে দিই দশদিন দশ মাস
 বুদ্ধের মত ধ্যানমগ্ন হয়ে।

 অবিচল লক্ষ্যে পৌঁছতে
 শরীরের ভেতরে শরীরের চলনে
 অনুভবের অনুভব হয়
 পুষ্টির লালারসে ঠোঁট ভিজে যায়
 বাক্য ভিজে যায়,ভিজে যায় কান্না ও
  নাড়ি ছিঁড়ে ,নাড়ীর প্রতি দায়বদ্ধ হই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...