বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

ব্যক্তিগত

গাঢ় আশ্লেষে
ছুঁয়েছিল ঠোঁট
নরম জলমাখা কমলার ঘ্রাণ
মাখামাখি হল দুই প্রান্তে
তবু চুমু হলনা।
দেহগাত্রে ওতপ্রোত ভাবে আঁকড়ে ধরা
মরচে পড়া আংটা
কুয়োর পুরনো শ্যাওলা
আর দেওয়ালের গোল সময়
সবই জীবাশ্ম হয়ে গেছে।
জীবাশ্মের শীৎকার ওঠেনা
অন্ধকার নেমে এলেও,
অন্ধকারে লুকিয়ে আঁকো
ভালবাসার দাগ।
দাগ দিয়ে সীমানা বোঝাতে
কতটা নিচু হতে হয়?
এই সব কথায় সম্মান চলে যেতে পারে
কারণ এগুলো একান্ত ব্যক্তিগত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...